Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তলিয়ে গেছে বীরগঞ্জের ঝাড়বাড়ী উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ১১ জুলাই ২০১৭, ২২:৫৪

লাইভ প্রতিবেদক: দিনাজপুরে বীরগঞ্জের ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস দেখলে অনেকে বলতে পারেন বন্যা। কিন্তু তা নয়। বৃষ্টিপাতেই তলিয়ে যায় স্কুল দুটির মাঠ।

গত বর্ষা মৌসুমে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন ঘোষণা দেন নতুন ড্রেন নির্মাণ করার। এরপর নতুন ড্রেন নির্মাণ হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়নি। বরং উল্টো স্কুলের মাঠে ড্রেন দিয়ে পানি প্রবেশ করছে। ফলে শিক্ষার্থীসহ শিক্ষকরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার বিকেল হতে থেমে থেমে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণে বেহাল দশা স্কুলের। আর এ বর্ষা মৌসুমে বৃষ্টি হবেই। তাই দ্রুত ব্যবস্থা নেয়া না হলে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার পানির কারণে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির হার কমে যাচ্ছে। পাঠদানও ব্যহত হচ্ছে। এ অবস্থায় স্কুলও বন্ধ রাখা সম্ভবপর নয় বলে বিভিন্ন সমস্যার কথা বললেন শিক্ষকরা।

জলাবদ্ধতার কারণে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় ও ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী এ দুর্ভোগে পড়েছেন। ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সম্পা আক্তার জানান, বৃষ্টির কারণে বিদ্যালয়ে আসতে পারি না, পোশাক বইপত্র ভিজে যায়। মাঠে খেলাধুলা করতে পারিনা।

ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র মো: নাসিম জানান, এখন বাজারে পানিতে ভেসে আসা বিভিন্ন ময়লার দুর্গন্ধ আর পোকা মাকড়ের ভয়ে বিদ্যালয়ে পড়াশোনায় মন বসে না।

ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, বর্ষার সময় ছাড়াও সামান্য বৃষ্টিতে স্কুল ক্যম্পাস পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের জন্য যদিও একটি ড্রেন করা হয়েছে কিন্তু তাতে কাজে আসেনি। বরং ওই ড্রেন দিয়ে পাশের বাজারের পঁচা পানি স্কুল মাঠে চলে আসছে। যেহেতু স্কুলের পানি নিষ্কাশনের ড্রেনটি বাইরের বাজারের সাথের ড্রেনটির চেয়ে নিচু। এজন্য পানি যেতে পারেনা, শুধু আসে। এ থেকে রেহাই পেতে স্কুল মাঠ এবং ড্রেনটি উচু করে তৈরি করতে হবে।

 

ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ