
গাইবান্ধা লাইভ: নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের রাজা মিয়ার ঘাস ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই স্কুলছাত্রের নাম জিসান মিয়া (১৬)। তিনি উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর-মীরপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। জিসান স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে রাজা মিয়া তার ঘাস ক্ষেতে যান। এসময় তিনি ক্ষেতের মধ্যে জিসানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকা, ১৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: