
রাজশাহী লাইভ: ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রাজশাহীর বাঘায় সুদীপ্ত হালদার শাওন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আবদুলপুরের করিমপুর রেলগেটে এ ঘটনা ঘটে। সুদীপ্ত হালদার শাওন আড়ানী পৌরসভার চকসিংগা মহল্লার শুকুমার হালদারের ছেলে।
শাওন রাজশাহীর আড়ানী পৌরসভার চকসিংগা মহল্লার শুকুমার হালদারের ছেলে। আজ সোমবার আড়ানী শ্মশানে তাকে দাহ করা হয়েছে। শাওন উপজেলার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মামার বিয়ের দাওয়াত খেয়ে আবদুলপুরের তারাপুর গ্রাম থেকে করিমপুর রেলগেটে আসে শাওন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা চলন্ত ট্রেনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।
শাওনের বাবা শুকুমার হালদার বলেন, স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: