teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৩০শে জানুয়ারি ২০২৩, ১৭ই মাঘ ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩, ১২:০৬

নিহত আজিম হোসেন

লক্ষ্মীপুর লাইভ: ড্রাম ট্রাকের চাপায় লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকায় মো. আজিম হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। এসময় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এরমধ্যে রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার (২১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম বন্ধুদের সঙ্গে বিকেলে দুটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। সেখান থেকে আসার পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক আজিমের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।

ঢাকা, ২২ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ