
নীলফামারী লাইভ: বিয়ের দাবিতে নীলফামারী সদরে প্রাইভেট শিক্ষকের বাড়িতে এক শিক্ষার্থী (১৬) অনশন করছেন। অনশনরত ওই শিক্ষার্থী সদর উপজেলার এক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত সে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান নেয়।
ওই শিক্ষকের নাম মনিরুজ্জামান বাবু (২৮)। তিনি ওই বিদ্যালয়ের ল্যাব অপারেটর হিসেবে কর্মরত এবং একই ইউনিয়নের বড় খামাতপাড়া গ্রামের বাসিন্দা।
অনশনরত ওই শিক্ষার্থী জানায়, দুই বছর আগে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শুরু করি। এক সময় ওই শিক্ষকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন। এখন আমি বিয়ে করার কথা বললে এড়িয়ে যান। তাই বাধ্য হয়ে অনশন করছি। তিনি আমাকে বিয়ে না করলে নিজেকে শেষ করে ফেলব।
অনশনরত শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাঁর জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’
তবে এ বিষয়ে মনিরুজ্জামান ও তার পরিবার কোনও মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম জানান, গত শনিবার রাত থেকে মেয়েটি অবস্থান করছে। তাকে অনেকভাবে বুঝানো হয়েছে; তবে সে তার দাবিতে অনড়। অথচ মেয়েটির বয়স অনুযায়ী এখনো বিয়ের বয়স হয়নি। এ কারণে উভয় পরিবারকে সমঝোতার মাধ্যমে মীমাংসা করার জন্য বলেছি।
ঢাকা, ২৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: