Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সহকারী শিক্ষক নিয়োগে নির্বাচিতদের ডোপ টেস্টের নির্দেশ

প্রকাশিত: ১৮ ডিসেম্বার ২০২২, ২২:৩২

ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার নির্বাচিতদের ডোপ টেস্ট রিপোর্ট লাগবে বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এবছর ফলাফলের ভিত্তিতে ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র পেতে সাতটি নির্দেশনার মধ্যে অন্যতম স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের সব ধরনের মূল সনদ এবং যথাযথভাবে পূরণকৃত তিন সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

ঢাকা, ১৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ