
ফরিদপুর লাইভ: সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এঘটনা ঘটে। প্রধান শিক্ষকের বরখাস্তের বিষয়টি পরে রোববার বিকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন।
এর আগে, রোববার সকালে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষকের নাম মো. সাখওয়াত হোসেন। তিনি উপজেলার শরিফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক।
ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সকালে শরিফাবাদ স্কুলে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। পরীক্ষায় নকল করার অপরাধে তার খাতাপত্র নিয়ে যান স্বরবানী সাহা নামে এক শিক্ষিকা। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী ওই শিক্ষার্থীর খাতাপত্র আটকে রাখার পর প্রধান শিক্ষকের কাছে গিয়ে অনুমতি আনার কথা বলেন ওই শিক্ষিকা। পরে মেয়েটি প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের কাছে গিয়ে তার পরীক্ষার খাতাপত্র চাইলে সাখাওয়াত তার রুমের মধ্যে মেয়েটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে।
একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার দিলে তার মুখ চেপে ধরেন প্রধান শিক্ষক সাখাওয়াত এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে হুমকি দেওয়া হয়। পরে মেয়েটি পরীক্ষা না দিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনা জানায়।
ঢাকা, ০৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: