Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনা, হাসপাতালে ১৬ শিক্ষার্থী

প্রকাশিত: ১০ নভেম্বার ২০২২, ০১:৩১

রেল: ফাইল ছবি

চাপাইনবাবগঞ্জ লাইভ:  চাপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনায় হাসপাতালে ১৬ শিক্ষার্থী। তবে বড় ধরনের দুর্ঘটনা না হওয়ার কারণে প্রাণে রক্ষা পেল তারা। বুধবার (৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী এ তথ্য জানিয়েছেন। এর আগে, একই দিন সকালে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে একটি মাইক্রোবাস ১৬ শিক্ষার্থীকে নিয়ে স্কুলের দিকে যাওয়ার পথে গাড়ির তেল শেষ হয়ে যায়। পরে গাড়িটি রেললাইনের পাশে দাঁড় করিয়ে রেখে তেল আনতে যায় চালক। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী কমিউটার ট্রেন ওই এলাকায় পৌঁছে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গাড়িটির কিছুটা ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে এশিয়ান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার জানান, বুধবার সকালে মাইক্রোবাসে ১৬ জন শিক্ষার্থী ছিল। কারো কোনো ক্ষতি হয়নি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম জানান, বুধবার সকালে দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছে স্কুলের ১৬ শিক্ষার্থী।

বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীরা ছোট হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল। পরে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা, ০৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ