Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ১৩ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ৩১ অক্টোবার ২০২২, ২২:১৩

১৩ শিক্ষার্থী আটক

নীলফামারী লাইভ: স্কুলড্রেস পরিহিত অবস্থায় পার্কে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে সাতজন মেয়ে ও ছয়জন ছেলে। ঘটনাটি ঘটেছে নীলফামারীতে।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের থানা হেফাজতে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দিয়েছে সদর থানা পুলিশ।

নীলফামারী ডিবির ওসি আখেরু জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি। স্কুল ফাঁকি দিয়ে পার্ক, বাগানবাড়ি ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় ১৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে অবাধ চলাফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুন্ন না হয় সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নীলফামারী থানা পুলিশের ওসি আব্দুর রউপ জানান, স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করায় তাদের থানায় নিয়ে আসা হয়। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের অভিভাবকদের ডেকে ভবিষ্যতে এরকম কাজ না করা শর্তে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ