Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এক ঘণ্টার এসপি হলো নবম শ্রেণির ছাত্রী

প্রকাশিত: ৭ অক্টোবার ২০২২, ০৭:০১

নবম শ্রেণির ছাত্রী ইফরাত জাহান

লাইভ প্রতিবেদক: ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার (এসপি) হয়ে দায়িত্ব পালন করেছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইফরাত জাহান ইশান নামের নবম শ্রেণির এক ছাত্রী। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল ডিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে তার হাতে দায়িত্ব তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।

এর আগে শিক্ষার্থী ইশানকে ফুল দিয়ে স্বাগতম জানান ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। পরে এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করেন।

জানা যায়, ইফরাত জাহান ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেন সিকদারের মেয়ে। বাবা ইসমাইল হোসেন একই বিদ্যালয়ের শিক্ষক।

এক ঘন্টা পুলিশ সুপারের দায়িত্ব পেয়ে শিশু অধিকার সুরক্ষা, নিরাপত্তা, নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত ও নারীরা যাতে নির্যাতনের শিকার না হন সেজন্য সুপারিশ করেছে ইফরাত জাহান।

ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ইফরাত জাহানের স্বপ্ন অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

ঢাকা, ০৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ