Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ঝিনাইদহে সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০২২, ০০:০৯

মৃত বদিউজ্জামান এপো

ঝিনাইদহ লাইভ: ঝিনাইদহের সদর উপজেলায় সাপের কামড়ে বদিউজ্জামান এপো (৫১) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বদিউজ্জমান সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এপো ওই গ্রামের মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, এপো রাত ১০টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। এসময় তাকে সাপে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. লিমন পারভেজ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

তিনি বলেন, সাপে কাটলে প্রথম ঘণ্টায় হাসপাতালে পৌঁছাতে হবে। তাহলে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার সুযোগ থাকে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ