
লাইভ প্রতিবেদক: ফার্মগেটে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। গাড়িচাপায় সহপাঠী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছিলো তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সায়েন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনের সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ সহ নানা স্লোগান দিতে থাকে।
এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ৪০ মিনিট পর শিক্ষার্থীরা ফার্মগেট থেকে মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে। ফের মিছিল নিয়ে ফার্মগেটে এসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
এর মধ্যে রাজধানীর তেজগাঁও এলাকায় বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাস চালকের গ্রেপ্তারের খবর শিক্ষার্থীর জানানো হলে তারা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, রোববার সকালে কোচিংয়ে যাওয়ার পথে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন মারা যান। আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডআই
আপনার মূল্যবান মতামত দিন: