Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনার টিকা নিতে এসে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ২৩:৫৮

টিকা নিতে এসে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা

লাইভ প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব এখনও চলমান। এ কারণে চলমান এই অদৃশ্য শত্রুর হাত থেকে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থীদের) নিরাপদ রাখতে পর্যবেক্ষণমূলক টিকা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজ।

এ কর্মসূচিতে টিকা নিতে আসা শিশুদের ভয়হীন এবং খুবই উচ্ছ্বসিত দেখা গেছে। তাদের সাথে আসা অভিভাবকরা বলছেন, শিশুদের এই টিকা সবার আগে দিতে পেরে তাদেরও ভালো লাগছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমে টিকা নিবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৬ শিক্ষার্থী।

টিকা নিতে এসে কমেন লাগছে তা জানতে চাইলে বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার বলে, স্কুলের বান্ধবীদের সঙ্গে টিকা নিতে এসেছি। কোন রকম ভয় লাগছে না। টিকা নিলে কিছুই হয় না। খুবই ভালো লাগছে।

মো. মাইমুন সিদ্দিক নামের আরেক শিক্ষার্থী জানায়, বন্ধুদের সঙ্গে টিকা নিতে এসেছি। খুব ভালো লাগছে। একটুও ভয় লাগছে না।

টিকা নিতে আসা শিশুদের পাশাপাশি অভিভাবকদের মাঝে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। মো. স্বপন মিয়া নামে একজন অভিভাবক জানান, দুই মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি। একজন পড়ে প্রথম শ্রেণীতে ওয়ানে, আরেকজন তৃতীয় শ্রেণিতে। দুইজনই হাসিমুখে টিকা নিতে এসেছে। তাতের মধ্যে কোন ভয় নেই।

ঢাকা, ১১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ