Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিলেটের স্কলার্স হোমে বোমা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ২১:৩৮



সিলেট লাইভ: সিলেটের শাহী ঈদগাহ এলাকায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজে বোমা পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১ টায় পাঁচতলা স্কুলভবনের সিঁড়ির নিচে এই বোমা পাওয়া যায়।

এ ঘটনায় শ্রেণিকক্ষে আটকেপড়া শিক্ষার্থীদের নিরাপদে বের করে এনেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কলেজের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী বলেন, ‘সকালে কলেজের পরিচ্ছন্নতাকর্মীরা বোমাটি দেখে আমাকে জানায়। পরে আমি র‌্যাবকে অবগত করি। কলেজের শিক্ষার্থীদের এরই মধ্যে বের করে আনা হয়েছে।’

র‌্যাব-৯-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এটা শক্তিশালী বোমা। এতে একটি সার্কিট দেখা গেছে। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরা কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া বোমা নিস্ক্রিয় করার পরিকল্পনা করছেন।

এদিকে এ ঘটনায় স্কুলের চারপাশ ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ