Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ট্যাবলেট খেয়ে আক্রান্ত শিক্ষার্থীরা

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৭, ০১:৪৮



ঝিনাইদহ লাইভ: ঝিনাইদহের শৈলকুপায় ট্যাবলেট খেয়ে রোগে আক্রান্ত হয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। ওই রোগের নাম ম্যাস সাইকোজেনিক ইলনেস।

কৃমি নাশক ট্যাবলেট খাওয়ার পর থেকেই তারা এই রোগে আক্তান্ত হতে থাকে। তবে ডাক্তাররা জানিয়েছেন ভিন্ন কথা। তাদের মতে, কৃমিনাশক ওষুধ সেবন করে এটা হয়নি। আতংকিত হয়ে শিশুরা অসুস্থ হয়েছে।

শনিবার সকালে শৈলকুপা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঝিনাইদহ-১ আসনের সংদস সদস্য আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন ও পুলিশ প্রশাসনের লোকজন হাসপাতালে তাদেরকে দেখতে ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শনিবার শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। প্রথমে অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে।

এ খবর ছড়িয়ে পড়লে শৈলকুপার দেবতলা, কবিরপুর, হিতামপুর, কাতলাগাড়ি, হাকিমপুর, ঝাউদিয়া ও ষষ্টিবরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হতে থাকে। তাদেরকে ভ্যান, নসিমন ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. খন্দকার বাবরের কথা বললে তিনি জানান, প্রচন্ড গরমের কারণে বাচ্চারা কিছুটা অসুস্থ্য হয়ে পড়েছে। আতংকিত হবার কোন কারন নেই। বাচ্চাদেরকে চিকিৎসা দিলেই সুস্থ্য হয়ে যাবে।

 

ঢাকা, ০১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ