Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চট্টগ্রামে দুই শিক্ষকের উপর হামলার ঘটনায় মানববন্ধন

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ০২:৫১


লাইভ প্রতিবেদক: প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিন ও সহকারী শিক্ষিকা নিসফা সুলতানার ওপর হামলার  ঘটনায় মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।


চট্টগ্রামে সীতাকুন্ডের বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পটিয়ার দক্ষিণ ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ওপর হামলার ঘটনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী র‌্যালিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনের উপর হামলাকারী বখাটে মো. ইকবাল হোসেনকে এবং সহকারি শিক্ষিকা মিসফা সুলতানাকে হামলাকারী গ্রেপ্তারকৃত বখাটের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় পুনরায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছিদ্দিকী ও সহ-সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সভাপতি শহীদুল্লাহ, পটিয়া থানার সভাপতি শামীমা ইয়াছমিন, বোয়ালখালী উপজেলার সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সীতাকুন্ড উপজেলার সভাপতি এস.এম. আতিকুর রহমান, সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি উত্তম চক্রবর্ত্তী, চান্দগাঁও থানার সহ-সভাপতি রূপালী বড়–য়া, চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক নেতা আজিজুর রশিদ চৌধুরী, পানু লাল দত্ত, নুর মোহাম্মদ শিকদার, নুরুল ইসলাম প্রমুখ।

 

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ