Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোটি টাকার দুর্নীতি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীঘরে

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৭, ০৩:০০

লাইভ প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে দুর্নীতির অভিযোগ। জানাগেছে এক কোটি টাকার দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-২) উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এর নের্তৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামানসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক।

সূত্র জানায়, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবৈধভাবে গণনিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদেরকে সিলেকশন গ্রেড দেওয়া হয় এবং তাদের বেতন বর্ধিত দেখানো হয়। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ সিলেকশন গ্রেড প্রদান করে এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ অভিযোগের ভিত্তিতে ২০১২ সালের ২৯ জুন ১৩ জনকে আসামী করে জৈনক ব্যক্তি জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১০৮। পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান। বর্তমানে দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী মামলাটি তদন্ত করছেন।

 

ঢাকা, ১৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ