Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান চলছে

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮, ০৫:০৩

লাইভ প্রতিবেদক: বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান চলছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট ও প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকনের সভাপতিত্বে সারাদেশ থেকে আগত কয়েকশ' বেসরকারি প্রাথমিক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। এসময় শিক্ষক নেতারা বলেন, বিনা বেতনে অনাহারে-অর্ধাহারে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাদের চাকরি আছে, কিন্তু বেতন নেই।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তবে তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের সব শর্ত পূরণ করেও জাতীয়করণ থেকে বঞ্চিত হয়।

ওই সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন ক্যাম্পাসলাইভকে জানান, তাদের কর্মসূচিতে তিন থেকে সাড়ে তিন হাজার প্রতিষ্ঠানের শিক্ষক যোগ দিয়েছেন।

মঙ্গলবার তারা অনশন কর্মসূচি পালন করবেন। এরপর আমরণ অনশনের মতো আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 

ঢাকা, ২২ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ