Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাল্যবিয়ে প্রতিরোধ করল স্কুলছাত্রী নিজেই

প্রকাশিত: ১০ নভেম্বার ২০২২, ০৮:৩০

ফাইল ছবি

নওগা লাইভ: নওগাঁর রাণীনগরে নিজের বাল্যবিয়ে প্রতিরোধ করেছে নবম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রী। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে বিস্তারিত জানান মিম। পরে ইউএনও শাহাদাত হুসেইন উপজেলার পূর্ব বালুভরা গ্রামে গিয়ে বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।

ওই স্কুলছাত্রীর নাম-মিম আক্তার (১৬)। সে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং উপজেলার পূর্ব বালুভরা গ্রামের বাবু মণ্ডলের মেয়ে।

এ বিষয়ে ইউএনও শাহাদাত হুসেইন জানান, ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানায়, তাকে জোর করে তার বাবা-মা বিয়ে দিচ্ছেন। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর অভিযোগের সত্যতা পাই। এ ঘটনায় বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরিবারকে বুঝিয়ে বলা হয়েছে। তারা আর এমন কাজ করবে না বসে স্বীকার করেছেন।

ঢাকা, ০৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ