Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৯ই জুন ২০২৩, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ৫ শিক্ষার্থী পেলেন আতাউস সামাদ স্মারক বৃত্তি

প্রকাশিত: ৯ ডিসেম্বার ২০২২, ০১:৩৭

আতাউস সামাদ স্মারক বৃত্তি প্রদান

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোট ৫ জন মেধাবী শিক্ষার্থী আতাউস সামাদ স্মারক বৃত্তি পেয়েছেন। স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদের এই বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্তরা হলেন– সুস্মিতা চক্রবর্তী মিশু, মো. আব্দুল্লাহ, জিহাদুল ইসলাম, মো. সাফায়েত হোসেন এবং মো. ফারজিব মাহমুদ। এ অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তি দেন।

উপাচার্য বলেন, সমাজের সঙ্গতি-অসঙ্গতি এবং সাদৃশ্য-বৈসাদৃশ্যের আলোচনা ও বিশ্লেষণ একটি ভালো সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই সত্য অনুসন্ধান ও উদ্ঘাটনের জন্য শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এছাড়া জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক আরও হৃদ্যতাপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা, ০৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ