
লাইভ ডেস্ক: ফুল ফ্রি বৃত্তি নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে চীন। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ঘোষণা দিয়েছে শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। ২০২৩ সালের ১ আগস্ট বয়স হতে হবে ১৮ থেকে ২৯। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
টোফেল আইবিটি স্কোর ১০০, আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭, কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) নূ্যনতম স্কোর ১৮৫ থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের লিংক...
https://www.schwarzmanscholars.org/admissions/application-instructions/?_ga=2.116328902.1368953902.1660643095-104548965.1660643095
ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডআই
আপনার মূল্যবান মতামত দিন: