
ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শিক্ষার্থী দক্ষিণ কোরিয়ায় তিন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন। তারা সবাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী।
ওই বিভাগের শিক্ষক প্রফেসর ড. হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়ার ‘কংওয়ন বিশ্ববিদ্যালয়ে’ ওমর ফারুক ও রবিউল ইসলাম নামে দুই শিক্ষার্থী ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর পিএইচডি ডিগ্রীর জন্য স্কলারশিপ পেয়ছেন। এছাড়া ‘আজউ বিশ্ববিদ্যালয়ে' এ আই কনভারজেন্স নেটওয়ার্কের উপর আলী হাসান পাপ্পু ও ‘ডেজিয়ন বিশ্ববিদ্যালয়ে’ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সের জন্য স্কলারশিপ পেয়ছেন আব্দুল হালিম।
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা স্কলারশিপ পেয়ে অত্যন্ত আনন্দিত। আমাদের সাফল্যের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’ এছাড়া তারা বিভাগের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা চায় বিশ্বের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ুক তাদের বিভাগের নাম।
ঢাকা, ০১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: