
আল-আযহার (মিশর থেকে): আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ২০২২/২০২৩ ইং শিক্ষাবর্ষে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। আগামী ১৪ আগষ্ট ২০২২ ইং পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট লাগবে-
০১- অ্যারাবিক ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট।
০২- দাখিল ও আলিমের সার্টিফিকেট।
০৩- দাখিল ও আলিমের মার্কশিট।
০৪- জন্মসনদ/ ভোটার আইডি কার্ড।
০৫- পাসপোর্ট কপি।
০৬- রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ৬ কপি।
০৭- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
০৮- মেডিকেল সার্টিফিকেট।
০৯- করোনা সার্টিফিকেট।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ঢাকা, ১১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: