Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাফেজ তাকরিমকে মেধাবৃত্তি দেবে ড. ওমর ফারুক ফাউন্ডেশন

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩, ২২:০৪

হাফেজ তাকরিম

ঢাবি লাইভ: দুবাইয়ে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩-এ প্রথম হয়েছেন দেশের গর্বিত সন্তান "সালেহ আহমেদ তাকরিম"। তার এমন সফলতায় মুগ্ধ হয়ে তাকে মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে মাগুরার মুহম্মদপুর উপজেলার ডক্টর ওমর ফারুক ফাউন্ডেশন।

জানা গেছে, সংগঠনটির পক্ষ থেকে‌ তাকরিমকে মেধাবৃত্তি হিসেবে ১০,০০০ টাকা (দশ হাজার টাকা) প্রদান করা হবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ, ডি, এম আব্বাস আল্ কোরেশী এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের মাস্টার্সের সদ্য সাবেক ছাত্র এ,ডি,এম, আব্বাস আল্ কোরেশী তার পিতা ডক্টর এ,টি,এম, ওমর ফারুক এর স্মরণে "ডক্টর ওমর ফারুক ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করেন। তিনি ২০১৯ সালের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ছিলেন। তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য "টিউশন সহায়তা গ্রুপ"চালু করেন। যার মাধ্যমে কোন মিডিয়া ফি ছাড়ায় শিক্ষার্থীরা টিউশনি পেয়ে থাকে। বি.এন.সি.সি, রোভার স্কাউট,ডিবেটিং সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি।

সম্প্রতি কর্মজীবনে প্রবেশ করার পর পিতার স্মরণে "ডক্টর ওমর ফারুক ফাউন্ডেশন" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠন থেকে ভবিষ্যতে তাকরিমের মতো যারা মেধার স্বাক্ষর রাখবেন, তাদের কে পুরস্কৃত করা হবে।

এই বিষয়ে আব্বাস আল কোরেশী জানান, "আমি মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ। আমাদের দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে মেধাবী শিক্ষার্থীদের বিকল্প নেই। তাই তাদের কে মূল্যায়ন করে উৎসাহিত করতে চাই।

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ