Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ব্রুনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ২০:৪৯

দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

লাইভ ডেস্ক: ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। এটি লুফে নিতে মরিয়া অনেকেই। স্নাতকোত্তর ও পিএইচডিতে এই স্কালারশিপ দেয়া হচ্ছে বলে তথ্য মিলেছে। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তিটির জন্য আবেদন করতে বলা হয়েছে। আর আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।

জানাগেছে 'ব্রুনাই দারুস সালাম গভর্নমেন্ট স্কলারশিপ'-এর আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করা হবে। টিউশন ফি মওকুফ, বিমান ভাতা, চিকিৎসা ভাতা, আবাসন সুবিধা ও খাবার খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলেও জানিয়ে দিয়েছেন সংশ্লিস্টরা।

স্কলারশিপ আবেদনের যোগ্যতা:

আর এ ক্ষেত্রে স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকৃত প্রোগ্রামের দেওয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।

ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলইটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন। ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনকারীর সিভি। আবেদনকারীর পাসপোর্ট। রেফারেন্স লেটার। একাডেমিক ট্রান্সক্রিপ্ট। স্টেটমেন্ট অব পারপাস। রিসার্চ প্রপোজাল।

আবেদনের শেষ তারিখ : জুলাই ৩১, ২০২২

Corporate Communications Office

locationCorporate Communications Office
Universiti Brunei Darussalam
Jalan Tungku Link, BE 1410,
Brunei Darussalam

 

ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ