
লাইভ প্রতিবেদক: আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে ৭৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এর মধ্যে ১৫০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান সই করা আলিমের বৃত্তির ফল তৈরি সংক্রান্ত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ২০২১ সালের আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৭৫০ টাকা এবং বার্ষিক এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬০০ শিক্ষার্থীকে প্রতি মাসে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। আলিম পরবর্তী কোর্সের মেয়াদ অনুযায়ী তিন, চার বা পাঁচ বছর এ বৃত্তি সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
জানা যায়, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বৃত্তির গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
ঢাকা, ০৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: