Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্কলারশিপ দিচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি

প্রকাশিত: ১৭ অক্টোবার ২০১৮, ০৯:০৫

লাইভ প্রতিবেদক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি। এই স্কলারশিপের অধীনে ২০১৯ সালে বাংলাদেশ থেকে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বছরে ২৪ হাজার মার্কিন ডলার ফান্ড দিবে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং জ্ঞান, বিজ্ঞান ও গবেষণায় শীর্ষদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি। হোয়াইট হাইসের কাছাকাছি অবস্থিত বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়টিতে দেশি-বিদেশি মিলিয়ে ২৫ হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করেন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামে মার্কিন কংগ্রেসের এই আইনে ১৮২১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

স্কলারশিপ পাওয়ার যোগ্যতা: দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরাই কেবল এই ফান্ড পাবেন।

শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে; যিনি এফ-ওয়ান ভিসার আওতায় স্টাডি করবেন। শুধুমাত্র ২০১৯ সালে নতুন ভর্তির ক্ষেত্রে এই স্কলারশিপটি দেওয়া হবে।

এছাড়া বিস্তারিত তথ্য জানতে international@gwu.edu তে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

ঢাকা, ১৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ