Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন ইউআইটিএসের ২৮ শিক্ষার্থী

প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০৮:৪০

বৃত্তি পেলেন ইউআইটিএসের ২৮ শিক্ষার্থী

ইউআইটিএস লাইভ: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ২৮ শিক্ষার্থী ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ থেকে বৃত্তি পেয়েছেন। বৃত্তিপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়টির দশটি বিভাগের শরৎকলীন সেমিস্টার-২০২২-এর মেধাবী শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকার বারিধারায় ইউআইটিএসের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

আলোচনায় অংশ নেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, আইন অনুষদের ডিন ও বোর্ড অব ট্রাস্টিজের আইন উপদেষ্টা অ্যাডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআইটিএস রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৩ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ