
যশোর লাইভ: যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলে ২ হাজার ৫৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি শূন্য পাসের তালিকায় আছে। এটি হলো যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালদহ খড়িঞ্চা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাসের দেখা মেলেনি।
সোমবার (২৮ নভেম্বর) বিকালে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্য জানিয়েছেন।
মাধব চন্দ্র রুদ্র জানান, ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সে উত্তীর্ণ হয়নি। ফলে এ প্রতিষ্ঠানের নাম উঠেছে শূন্য পাসের তালিকায়। এর আগে, গত বছর এ তালিকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না।
তবে এ বছর এসএসসি সমমানের পরীক্ষায় ২ হাজার ৫৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ৫১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল ২৫৫টি।
ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: