teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মার্চ ২০২৩, ৮ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

জিপিএ ৫ পেল বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া মাহিদুল

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০২২, ২২:৪০

মাহিদুল হোসাইন খান

ব্রাহ্মণবাড়িয়া লাইভ: কাফনে মোড়ানো বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মাহিদুল হোসাইন খান (১৬)। তার সেই ত্যাগ বিফলে যায়নি। ফলাফলে জিপিএ ৫ পেয়েছেন। মাহিদুল ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

সোমবার (২৮ নভেম্বর) মিরাজের মামা মো. আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মিরাজ আখাউড়া পৌরসভার দেবগ্রাম দক্ষিণপাড়া গ্রামের গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রয়াত মৃত মো. মোতাহের হোসেন খানের (৫২) ছেলে।

জানা গেছে, ২১ সেপ্টেম্বর তার বাবা মোতাহার হোসেন খান মারা যান। এ সময় মিরাজের এসএসসি পরীক্ষা চলছিল। মিরাজের বাবা মারা যাওয়ার পর দিন ২২ সেপ্টেম্বর বিকেলে তার জানাজার সিদ্ধান্ত হয়। এদিন সকালে কাফনে মোড়ানো বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসির গণিত পরীক্ষা দেয় মিরাজ।

ছেলের এমন সাফল্যে মিরাজের মা সন্তুষ্ট প্রকাশ করে জানান, তার বাবার মরদেহ বাড়িতে রেখেই ছেলে গণিত পরিক্ষায় অংশ নেন। আজ ছেলে ভাল ফলাফল করেছে। আজ তার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ