Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
ফল পরিবর্তন হলে ফেরত পাবেন আবেদন ফি...

গুচ্ছের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২২, ০৪:৫৬

ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু হয়েছে। যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সভাপতি ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাসিম আক্তার এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য বলেন, বেলা ১২টা থেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারছেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। আগামী ৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এক্ষেত্রে তাদের ২ হাজার টাকা ফি দিতে হবে আবেদনকারীকে।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জ করার পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে সে আবেদন ফি অর্থাৎ দুই হাজার টাকা ফেরত পাবে। আর পরিবর্তন না হলে সব একই থাকবে। শিক্ষার্থীদের সার্বিক সুবিধা বিবেচনায় এই সুযোগ দেওয়া হবে।

এর আগে ৩০ জুলাই ‘এ’ ইউনিট, ১৩ আগস্ট এবং ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এ পরীক্ষার ফলাফল ঘোষণা হয় যথাক্রমে ৪, ১৬ ও ২৩ আগস্ট।

ঢাকা, ৩০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ