
এনইউ লাইভ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) এই ফলাফল প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের পরীক্ষায় সারাদেশে ১০ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার ৮৬ শতাংশ।
প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো আপত্তি থাকলে ১ মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ সম্পর্কিত কোনো আপত্তি/ অভিযোগ গৃহীত হবে না।
ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: