Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দাঁতে আটকে থাকা খাবার পেটে গেলে রোজা ভাঙবে?

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ২২:২৪

দাঁতে আটকে থাকা খাবার পেটে গেলে রোজা ভাঙবে?

লাইভ ডেস্ক: রোজাকে ত্রুটিমুক্ত রাখা আবশ্যক। কারণ, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজার মূল উদ্দেশ্য অর্জন হয় পাপাচার পরিহার ও অতীত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজা ঢালস্বরূপ, যতক্ষণ না তা ত্রুটিযুক্ত করা হয়।’ (সুনানে নাসায়ি, হাদিস : ২২৩৩)

এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেন, ‘রোজাকে ঢালস্বরূপ বলার কারণ হলো তা মানুষকে পৃথিবীতে পাপাচার থেকে রক্ষা করে এবং পরকালে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে।’ (আরবাউনান-নাবাবিয়্যা বি-তালিকি ইবনে উসাইমিন, পূব্জা ৫৫)

রোজা রেখে পাহানার সম্পর্কিত শরীয়ত নির্ধারিত বিধানগুলো মেনে চলা আবশ্যক। অন্যথায় রোজা ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে। রোজা অবস্থায় কারো দাঁতে আটকে থাকা খাদ্য-টুকরা পেটে চলে গেলে রোজা ভাঙবে কিনা- এ নিয়ে সন্দেহ তৈরি হয় অনেকের মনে।

এমন পরিস্থিতির ক্ষেত্রে আলেমরা বলেন, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার যদি পেটে চলে যায় তাহলে লক্ষণীয় হলো পেটে যাওয়া খাবার ছোলা বুটের সমান বা তার চেয়ে বড় কিনা- যদি এই খাবার ছোলা বুটের সমান বা তার চেয়ে বড় হয় তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি ছোলা বুটের থেকে ছোট হয় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না, তবে এরূপ করা মাকরূহ।

আলেমদের মতে, তবে যদি কেউ মুখ থেকে খাবার বের করার পর গিলে ফেলে তা যতই ছোট হোক না কেন রোজা ভেঙে যাবে, এবং কাজা আদায় করতে হবে। (ফাতওয়ায়ে হিন্দিয়া, ১/২০০)

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ