Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবি'র ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ ডিসেম্বার ২০১৭, ০২:২০

 

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর আয়োজনে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের ২১ ও ২২তম সেমিনার শনিবার সকাল ১১টায় এবং ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিক ভাবে সেমিনার গুলোর উদ্বোধন করেন।

‘রিসার্চ ডিজাইন’ শীর্ষক সেমিনাটির প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সাবের আহমেদ চৌধুরী। অপরদিকে ‘গবেষণার নিরিখে নকল সমস্যা নিরসনের কৌশলসমূহ’ শীর্ষক সেমিনাটির প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ডেপুটি লাইব্রেরিয়ান ইয়াসমিন আরা।
সেমিনার দুটি সঞ্চালনা করেন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. প্রসন্নজিৎ সরকার।

এসকল সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি ‘ইন্সটিটিউটের সকল গবেষকবৃন্দকে নির্ভূল এবং স্বকীয় গবেষণার উপর জোড় দিতে বলেন। বর্তমান বিশ্বে নিজেস্ব এবং স্বতন্ত্র গবেষণার বিকল্প নেই বলেও জানান তিনি ’।

প্রধান দুই আলোচক তাঁদের নিজ নিজ বক্তব্যে গবেষণা পদ্ধতির ধরন, সীমাবদ্ধতা এবং ফলপ্রসূ গবেষণার তথ্য-উপাত্ত্বের নানা দিক গুলা তুলে ধরেন। উপস্থিত গবেষকবৃন্দ আলোচকবৃন্দের নিকট তাঁদের নানা প্রশ্ন এবং উত্তর জেনে নেন।

দুটি সেমিনারেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সেমিনারে অংশগ্রহণ করেন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর রিসার্চ ফেলোসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ইন্সটিটিউট এর কর্মকর্তাবৃন্দ।


ঢাকা, ০৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ