Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবি’র শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৭, ০১:০৭

 

হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের তত্তাবধানে “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব, ভূমিকা ও নৈতিক গুণাবলী বিষয়ক” দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিশ্বব্যিালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম। কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল এর পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফউদ্দিন দুরদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্ব স্ব ক্ষেত্রে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল দিনব্যাপী যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে তা অত্যন্ত ফলপ্রসু হবে বলে আমি মনে করি। এ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান আপনারা সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন এ প্রত্যাশা করি।

উলে­খ্য, দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব, ভূমিকা, নৈতিক গুণাবলী ও দক্ষতা উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।


ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ