Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবির ভর্তি পরীক্ষা শুরু, সক্রিয় প্রতারক চক্র

প্রকাশিত: ১৩ নভেম্বার ২০১৬, ২১:০৪

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হয়। তবে প্রতি বছরের ন্যায় এ বছরও বসে নেই ভর্তি জালিয়াতি চক্র। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠছে এসব চক্রের সদস্যরা। নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ভর্তির শতভাগ গ্যারান্টিও দিচ্ছে চক্রটি।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আজ। সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫ দিনের ভর্তি পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার কমিটি সূত্রে জানা যায়, আজ রবিবার কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা মোট চার শিফটে সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর ২টায় এবং বিকাল ৪টায় এবং ১৪ নভেম্বর সকাল ৯টায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা মোট চার শিফটে, বেলা সাড়ে ১১টায়, দুপুর ২টায় এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অনলাইনে আবেদন করার সুযোগ নিয়ে নতুন কৌশল এটেছে প্রতারক চক্র। আর এতে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে রেজিট্রেশন কার্ডের সাদা-কালো ছবি। আর এতে করে খুব সহজেই প্রবেশপত্রের ছবি পাল্টে পক্সি পরীক্ষা দিতে সক্রিয় চক্রটি। আর এই পদ্ধতিতে পক্সি পরীক্ষা দেওয়ার মাধ্যমে দুই থেকে আড়াই লাখ টাকায় ভর্তির গ্যারান্টিও দিচ্ছে চক্রটি।

জানা গেছে, ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকরা রংপুরে আসতে শুরু করেছেন। এক শ্রেণির কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা তাদের প্রলোভন দেখাচ্ছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বেরোবি প্রক্টর (চলতি দায়িত্ব) মো. শাহীনুর রহমান বলেন, এবার ভর্তি পরীক্ষার সময় কেউ যেন প্রতারণার মাধ্যমে পরীক্ষা দিতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতারক চক্রকে ধরতে কৌঁশলে গোয়েন্দা বিভাগ কাজ করছে। এছাড়াও ক্যাম্পাসে মাইকিং করে অসাধু চক্রকে সতর্ক করা হচ্ছে।

আরো জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা মোট দুই শিফটে ১৫ নভেম্বর সকাল ৯টায় এবং বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা মোট তিন শিফটে ১৬ নভেম্বর সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায় এবং দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা মোট দুই শিফটে ১৭ নভেম্বর সকাল ৯টায় এবং বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ আগামী ১৭ নভেম্বর দুপুর ২টায় এবং বিকাল ৪টায় জীব ও ভু-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা মোট দুই শিফটে অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হচ্ছে এ ভর্তি পরীক্ষা।

জালিয়াতি ঠেকাতে পরীক্ষার কক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, হেড ফোন) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষায় সব ধরনের জালিয়াতি রুখতে বদ্ধপরিকর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে, পুলিশ-র‌্যাবের পাশাপাশি কাজ করবে গোয়েন্দা সংস্থা।

এছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালীন ১২ থেকে ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বাদে শিক্ষার্থী ও অন্যদের প্রবেশ। এ সময় কেবল প্রবেশপত্র দেখানোর পরেই ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্ররফেসর ড. একেএম নূর-উন-নবী জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য এবারও পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। প্রশাসনের সব এজেন্সির সঙ্গে আমরা বৈঠক করেছি, তারা সর্বদা নিয়োজিত থাকবে।

উল্লেখ্য এবারের ভর্তি পরীক্ষায় কোটা বাদে মোট ১ হাজার ২৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৫৭৭ জন। এতে করে প্রতি আসনে লড়ছে ৫০ জন শিক্ষার্থী।

ঢাকা, ১৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ