Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নিরাপত্তা জোরদারে বেরোবিতে আনসার মোতায়েন

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৭, ০৪:৩০

লাইভ প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিরাপত্তা জোরদার করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা প্রহরী ও পুলিশের পাশাপাশি এসব আনসার সদস্য সার্বক্ষনিক ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন।

রবিবার নবনিযুক্ত ১৮ জন আনসার সদস্য আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ভিসি ভবন, শিক্ষার্থীদের হলসহ পালাক্রমে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন।

ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও-এর নেতৃত্বে আজ আনসার সদস্যবৃন্দের যোগদানের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর-এর উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট জনাব মো: আব্দুস সামাদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর-এর সার্কেল অ্যাডজুট্যান্ট মো: রেজাউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব হারুন তাজিফ (জয়), বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (উপ রেজিস্ট্রার) মো: আলী হাসান, পিএসটু ভিসি মো: আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার মহিববুল হাসানসহ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

ঢাকা, ০১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ