Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রোহিঙ্গাদের উৎখাতের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৭, ০৪:০৬

 

বেরোবি লাইভ: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন এবং দেশ থেকে উৎখাতের প্রতিবাদে  মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার বেলা ১১টায়  বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. শফিক আশরাফ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ, অ্যাসিসট্যান্ট প্রফেসর  উমর ফারুক, লেকচারার আশানুজ্জামান । 

মানববন্ধনে বক্তরা  মিয়ানমার সরকারকে হত্যা ও নির্যাতন বন্ধ করে শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য করার দাবি জানান । শরণার্থীদের  প্রতি মানবিক আচরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও  ধন্যবাদ জানান তারা।

 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ