Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে শেখ হাসিনার ৭০তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০১৭, ০১:৫৮


বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারিরুমে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়

মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দলের উদ্যোগে সোমবার বেলা তিনটায় এই সেমিনার অনুষ্ঠিত হয়

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদৃষ্টি থাকায় আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ বাস্তবায়ন করতে পারছি। দেশের অগ্রগতি উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনা নেতৃত্বে পুনরায় সরকার গঠন প্রয়োজন এবং নির্বাচনে জয় লাভের জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এসময় তিনি নীল দলের নিয়মিত সেমিনার পাঠচক্র আয়োজনের ভূয়সী প্রশংসা করেন

এছাড়া, বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণাঢ্য কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে তাŧ দীর্ঘায়ু কামনা করেন

বক্তারা বলেন, রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে তিনি বিশ্ব মানবতার ইতিহাসে এক অনন্য অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত সুপারিশমালা দ্রুত বাস্তবায়নের জন্যে বিশ্ব জনমত গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত বলেও মনে করেন তারা

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো: আশানুজ্জামান এর সঞ্চালনায় নীল দলের সভাপতি . শফিক আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলা বিভাগের প্রফেসর . নাজমুল হক, শিক্ষক সমিতির সভাপতি . তুহিন ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী এবং নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন

 

ঢাকা, ২৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ