Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে সাংবাদিকতা বিভাগ-পল্লীশ্রী চুক্তি সাক্ষর

প্রকাশিত: ২২ সেপ্টেম্বার ২০১৭, ০২:১৩

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুর-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের নিচ তলায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এর পক্ষে বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম এবং পল্লীশ্রী, দিনাজপুর-এর পক্ষে নির্বাহী পরিচালক শামীম আরা বেগম চুক্তিতে সই করেন।

গত ৩ আগস্ট ২০১৭ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মূল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুর। উক্ত চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও স্বাক্ষর করেছিলেন।

ওই সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী পল্লীশ্রী’র সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন গবেষণাকর্ম পরিচালনা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালার আয়োজন করা, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি ও গবেষক আদান-প্রদান করবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন জনাব মো: ফেরদৌস রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম প্রমুখ।

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক ও ইংরেজি বিভাগের প্রধান জনাব আসিফ আল মতিন, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান ড. নুর আলম সিদ্দিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ সাইদুর রহমান, পল্লীশ্রী’র প্রকল্প ম্যানেজার সেলিম আহমেদ, ডিমলা ইউনিটের প্রকল্প সমন্বয়ক পুরান চন্দ্র বর্মণ প্রমুখ ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থায়নে অক্সফাম জিবির সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর নারীদের উন্নয়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুর।

 

ঢাকা, ২১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ