Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে শিক্ষকদের দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০১৭, ০২:৫০


দিনাজপুর লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ও হেকেপ প্রকল্পের অর্থায়নে ‘স্টাটিক্যাল এনালাইসিস টেনিং প্রোগ্রাম (এসএটিপি)’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান। কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা এর প্রফেসর দেবী নারায়ন রুদ্র পাল।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষনার্থীরা জ্ঞানলাভ করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবে। এ কর্মশালায় অংশগ্রহনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহন করছেন।

উল্লেখ্য, এ প্রজেক্টের অধীনে ইতোমধ্যে ২৮০ জন শিক্ষক ও পোষ্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৪ জন বিদেশী শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

 

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ