Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে হিসাব শাখার নতুন পরিচালক ড. শাহাদাৎ হোসেন

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০১৭, ০৫:১৯


হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসাব শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সাবেক পরিচালক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রফেসর ড শাহাদাৎ হোসেন খান ।

প্রফেসর শাহাদাৎ হোসেন খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । ১৯৯৬ সালে তিনি বিলুপ্ত হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন ।

২০০৩ সালে তিনি জাপান সরকারের (Monbukagakusho) বৃত্তি অর্জন করেন । ২০০৪ সালে তিনি মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন । তিনি ২০০৮ সালে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদন্নোতি পান।

২০০৯ সালে তিনি জাপানের Yamagata বিশ্ববিদ্যালয় থেকে পিএইসডি ডিগ্রী অর্জন করেন এবং ২০১১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ।২০১৪ সালে তিনি কমনওয়েলথ ফিলোশীপ এ্যাওয়ার্ড পান নটিংহাম ইউনিভারসিটি তে।এবং ২০১৬ সালে তিনি Awarded Post - Doctoral Fellowship in Carlsborg Research Laboratory, Denmark সুযোগ পান এবং ২০১৭ সালে তিনি দেশে ফিরে আসেন। ডেনমার্ক থাকা অবস্থায় তিনি ডেনমার্ক আওয়ামীলীগ এর উপদেষ্টা ছিলেন।


দেশি বিদেশী জার্নালে তার প্রায় ২৫ টি গবেষনা প্রবন্ধ প্রকাশ হয়েছে।। তিনি শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক সংগঠন , খুলাধুলা , রোভার স্কাউট সহ বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন ।

সর্বশেষ তিনি হিসাব শাখার দায়িত্ব পেলেন । নতুন দায়িত্ব পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড মুঃ আবুল কাসেমকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বলেন ভিসি আমার উপর ভরসা করে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব সুচারুরুপে পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো ।

 

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ