Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কারাভোগের পর বেরোবির সাবেক ভিসি-রেজিস্ট্রারের জামিন

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৭, ০৮:৫৬

রংপুর লাইভ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.আব্দুল জলিল মিয়া ও উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডল জামিন পেয়েছেন। দুদকের দায়েরকৃত মামলায় এক মাস কারাবাসের পর রোববার তাদের জামিন দেয়া হয়েছে। রংপুর বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে জামিন প্রার্থনা করলে আদলত তা মঞ্জুর করেন।

গত ২০ জুলাই রংপুরের স্পেশাল জজ আদালতে হাজির হয়ে সাবেক ভিসি ও উপ-রেজিস্ট্রার জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১২ ডিসেম্বর রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মোঃআব্দুল করিম বাদি হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘদিন তদন্ত শেষে চলতি বছর ১৯ মার্চ দুদকের উপ-সহকারী পরিচালক আকবর আলী আদালতের মামলার চার্জশিট দাখিল করেন।

সাবেক ভিসি ড. জলিল ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। পরে তোপের মুখে তিনি বিশ্ববিদ্যালয় থেকে রাতের আঁধারে পালিয়ে যান।

দুদকের দেয়া চার্জশিটে বলা হয়েছে, ড. আব্দুল জলিল মিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই অর্থের বিনিময়ে বিভিন্ন অনিয়ম করে সেই সময়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডলসহ আরও তিন কর্মকর্তার যোগসাজসে ৩৮৯ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। এমনকি এ নিয়োগের ওপর ইউজিসি নেষেধাজ্ঞা দেয়া সত্বেত্ত সেই সময়ে ভিসি হিসেবে ড. জলিল এই দুর্নীতি করছেন এবং এরমধ্যে ৬১৮ জনকে বেতন ভাতা প্রদান করেছেন। এছাড়া নানা অভিযোগ প্রমাণিত হয়েছে ভিসির বিরুদ্ধে।

 

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ