Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে নীল দলের মানববন্ধন

প্রকাশিত: ২১ আগষ্ট ২০১৭, ২৩:৫৯


বেরোবি লাইভ: ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িতদের দ্রুত শাস্তি ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল।


২১ আগস্ট সোমবার ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন । কর্মসূচিতে নীল দলের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


কর্মসূচির শুরুতেই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জনের আত্মার মাগফিরাত কামনা করে নিরবতা পালন করেন।


নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় এবং নীল দলের সভাপতি ড. শফিক আশরাফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, অর্থনীতি বিভাগের শিক্ষক বেলাল উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জুবায়ের ইবনে তাহের প্রমুখ।


বক্তারা বলেন সেদিন যদি সৃষ্টিকর্তা জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা না করতেন তবে আমরা আজকের এই উন্নয়ন ও অগ্রগতির ডিজিটাল বাংলাদেশ পেতাম না। মানব সভ্যতার ইতিহাসে ২১ আগস্টের গ্রেনেড হামলার মত ২য় কোনো নজির নেই। তৎকালীন সরকারের প্রকাশ্য মদদে ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে হত্যা করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল । তাই দ্রুত ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জরিত ঘাতকদের মামলার বিচারকার্য শেষ করার আহ্বান ও জানান বক্তরা ।

 

ঢাকা, ২১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ