Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে ‘বন্যা পরিস্থিতি এবং আমাদের করনীয়’ শীর্ষক বৈঠক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০১৭, ০৬:০৬


বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় নদী অধিকার দিবস-২০১৭ উপলক্ষে বৃহস্পতিবার বেলা তিনটায়বন্যা পরিস্থিতি এবং আমাদের করনীয়শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়

রিভারাইন পিপল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে আয়োজিত এই গোল টেবিল বৈঠকে চলমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং তা মোকাবেলার দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়

বৈঠকে বক্তারা বলেন, “আমরা উত্তরাঞ্চলের মানুষ, আমরা বন্যা পীড়িত হলেওআমরা ত্রাণ চাইনা-আমরা পরিত্রাণ চাই এই বন্যা থেকে আমরা স্থায়ীভাবে পরিত্রাণ চাই। কারন, দেশের সরকার এবং বিভিন্ন জায়গা থেকে বর্নাত্যদের জন্য যে ত্রাণ আসছে তা জনগনের নিকট সঠিকভাবে পৌছাচ্ছে কিনা তা চিন্তার বিষয়। তাছাড়া, এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের (স্বাস্থ, কৃষি, ত্রাণ দুর্যোগ) মন্ত্রণালয়গুলোর মধ্যে কোন সমন্বয় দেখছি না।

বক্তারা আরও বলেন, বর্তমানে উত্তরাঞ্চল সহ সারাদেশের নদীগুলো যে ভয়াবহরুপ ধারণ করেছে এরজন্য নদীগুলোর কোন দোষ নেই। কারণ, আমরা নদীগুলোকে বয়ে যাবার মত যথেষ্ট শক্তি দিতে পারি নি। এই ব্যার্থতা আমাদের। বন্যায় হাজার হাজার মানুষের বাড়িঘর পানিতে ভাসছে। তাদেরকে দেখতে এবং তাদের দুঃখগুলোকে অনুধাবন করারও আহ্বান জানান বক্তারা।

বন্যা পরবর্তী পদক্ষেপ হিসেবে বিনামুল্যে চিকিৎসা সেবা, কৃষকদের সুদবিহীন ঋণদান এবং বিনামুল্যে ফসলের বীজ সরবরাহ করার কথা বলেন বক্তারা

বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর . তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী এবং চিকিৎসক ডা: মফিজুল ইসলাম মান্টু, রংপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর শাহ আলম, বাংলা বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর . নিতাই কুমার ঘোষ, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক আপেল মাহমুদ প্রমুখ

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও তাদের মতামত প্রকাশ করেন

 

ঢাকা, ১৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ