Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বানভাসীদের পাশে দাঁড়ালেন বেরোবি’র শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০১৭, ০১:০৫


বেরোবি লাইভ: দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। খোলা আকাশের নিচে না খেয়ে জীবনযাপন করছে এসকল মানুষ। দুর্ভোগের এ চিত্র দেখে কেউ বসে থাকতে পারে না। বন্যাকবলিত এসব মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বন্যাদুর্গত এসব এলাকার মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের বাক্স হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন এলাকায় দিনরাত অর্থ সংগ্রহের কাজ করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এ কাজে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা ছাত্র কল্যাণ সমিতিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটসহ ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে সাহায্যের বাক্স নিয়ে কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের সকল স্বেচ্ছাসেবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একত্র হয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে। একদিনেই তারা তুলেছেন প্রায় ২৭ হাজার টাকা।


সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান এসকল শিক্ষার্থী।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, নীলফামারীসহ বেশ কয়েকটি জেলা ও উপজেলা ছাত্র কল্যাণ সমিতিকে বন্যার্তদের জন্য সাহায্য তুলতে দেখা গেছে।প্রতিদিনই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে, আবাসিক হলগুলোতে এবং নগরীতে টাকা সংগ্রহ করছেন তারা।


এদিকে বেরোবি শাখা ছাত্রলীগের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার পাঁচ শতাধিক পরিবারকে সাহায্য প্রদান করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া এবং সাধারণ সম্পাদক নোবেল শেখ।


এসকল ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ, চাল, চিনি, চিড়া, মোমবাতি, দিয়াশলাই ও নগদ অর্থ।

 

ঢাকা, ১৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ