Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে ধানের চারা উৎপাদনের কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০১৭, ০০:৪৬

হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রেীয় গবেষণা মাঠের তিন বিঘা জমিতে খামার বিভাগের তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের জন্য ধানের চারা উৎপাদনের কাজ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম বুধবার বেলা ১২টায় ধানের চারা উৎপাদন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বি আর-৩৪ (লেট ভেরাইটি) জাতের ধানের চারা উৎপাদিত হলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে। হাবিপ্রবি’র বীজতলায় উৎপাদিত চারা প্রায় ৬০ বিঘা জমিতে রোপন করা যাবে।

এ সময় পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, মৃত্তিকা বিভাগের প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান এবং খামার তত্ত্বাবধায়ক এস. এইচ. এম. গোলাম সরওয়ারসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিল।

 

ঢাকা, ১৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ