Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্ণার’ চালুর ঘোষণা

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ২৩:৫০


বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি সংরক্ষণের জন্য ‘বঙ্গবন্ধু কর্ণার’ চালুর ঘোষণা দিয়েছেন ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। বাংলাদেশকে জানতে হলে জাতির পিতাকে জানতে হবে।’


বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট বাধ্যতামূলক শোক দিবস পালনের জন্য সিন্ডিকেট ও সিনেট সভার অনুমোদন নেওয়ার ব্যবস্থা করা হবে যাতে যারাই ক্ষমতায় থাকুন না কেন দিবসটি বিশ্ববিদ্যালয়ে যথাযথভাবে পালন করা যায়।’


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০১৭ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন জনাব ফেরদৌস রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও গণিত বিভাগের প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হাসান শেখ নোবেল, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
মঙ্গলবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। ভিসি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতি।


পুষ্পার্ঘ অর্পণ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা হল-এর সহকারী প্রভোস্ট কুন্তলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


এরপর একই স্থানে বেলা ১২টায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব মশিউর রহমান।


এদিকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


জাতীয় শোক দিবসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় কর্মসূচি ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শহীদ মুখতার ইলাহী হল আলাদা কর্মসূচির আয়োজন করেছে বলে জানা যায়।

 

ঢাকা, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ