Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ২০:৪৮

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযথ মর্যাদায় পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস


মঙ্গলবার সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে ক্যাম্পাসে শোক র‌্যালি করা হয়।


র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর . নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্ত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে একে একে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা এ্যাসোসিয়েশন , বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভিসি প্রফেসর . নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তারা শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের দিনে বাঙ্গালী হারায় স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। এদিন ভোরবেলা বিপথগামী কিছু সেনা সদস্য ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বাঙ্গালী জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের তিলক। যে কলঙ্ক থেকে দেশ জাতি আজও মুক্ত হতে পারেনি। কারণ বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় আংশিক কার্যকর হয়েছে। এখনো ফাঁসি দন্ডিত হওয়া কয়েকজন খুনি বিদেশে পালিয়ে রয়েছে। তাদেরকে অতিসত্ত্বর দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার আহ্বান জানানো হয়। আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন

 

ঢাকা, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ