Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে শিক্ষকদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭, ০২:০০

হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।


শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে `Advance Data Analysis, Dynamic Report Writing and Generating Package using RStudio’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম।


কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, শিক্ষকদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষন কর্মশালার বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মশালা একজন শিক্ষককে দক্ষ করে গড়ে তোলে। এ কর্মশালায় অংশগ্রহনের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অংশগ্রহন করছেন।


এর আগে সকাল সাড়ে ৯ টায় ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম পরিবহন শাখায় নির্মানাধীন গাড়ী রাখার গ্যারেজের মেঝে ঢালাইয়ের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলামসহ প্রকৌশল শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ